র্যাবের যৌথ অভিযানে কুমিল্লা থেকে গাইবান্ধার দাস্যুতা মামলার পলাতক আসামী মানিক গ্রেফতার
আশরাফুল ইসলাম গাইবান্ধা ::
গাইবান্ধা সদর থানার দস্যুতা মামলা নং ২৩ এর এজাহার ভুক্ত পলাতক আসামী মানিক মিয়া (৩৬) কে গ্রেফতার করেছে র্যাব।
গত জানুয়ারি মাসে সদর থানার এ মামলা দায়ের পর হতে দীর্ঘ দিন পলাতক থাকায় গোপন সংবাদের ভিক্তিতে ১২ নভেম্বর রাতে ১১ টার সময় র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্প সিপিসি – ৩ ও কুমিল্লা ১১ সিপিসি – ২ এর যৌথ অভিযানে তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মানিক মিয়া গাইবান্ধা সদরের বোয়ালী থান সিংহপুর গ্রামের ফজলার রহমানের ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্প কমান্ডার তরিকুল ইসলাম।

