কালুখালীতে বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে অপর বাস পুকুরে, আহত ১৩
বোরহান উদ্দিন, (কালুখালী) রাজবাড়ী:
রাজবাড়ীর কালুখালীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন যাত্রী। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর বাংলাদেশ হাট এলাকার ভবানীপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দগামী লোকাল রাজন পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাত্রী উঠিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা এসবি পরিবহনের একটি সুপার ডিলাক্স বাস জোরে ধাক্কা দেয়। এতে লোকাল বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে কালুখালী ফায়ার সার্ভিস ও পাংশা হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসার পর দুইজনকে গুরুতর অবস্থায় কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পাংশা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার পর উভয় বাসের অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



