চিলমারীতে ডিজিটাল মার্কেটিং এর উপর যাচাই-বাছাই পরিক্ষা অনুষ্ঠিত
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “ডিজিটাল মার্কেটিং এর উপর যাচাই-বাছাই” পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে “চিলমারী মহিলা ডিগ্রি কলেজের কক্ষে” উপজেলা প্রশাসনের আয়োজনে, “ফ্রিল্যানসিং এর ডিজিটাল মার্কেটিং এর উপর” প্রশিক্ষণ নেওয়া ছাত্র/ছাত্রীদের যাচাই-বাছাই পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই যাচাই-বাছাই পরিক্ষায়, বিভিন্ন শ্রেণীর ৭৩জন ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার জ্যোতির্ময় দেবনাথ, চিলমারী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিতেন্দ্র নাথ বর্ম্মণ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাজু আহমেদসহ আরও অনেক উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছাত্র/ছাত্রীরা বলেন, এই প্রশিক্ষণ টি পেলে আমরা আমাদের নিজেদের লেখা-পড়ার খরচ নিজেরাই চালাতে পারব। এবং পরিবারের একটু হলেও হাল ধরতে পারব বলে জানান পরিক্ষায় অংশ গ্রহণকারী ছাত্র/ছাত্রীরা।



