সারাদেশ

সাভারে ধানের শীষে ভোট চেয়ে ছাত্রদলের গণসংযোগ

আনিসুর রহমান সাভার প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ভোট প্রার্থনা করে সাভার থানা ছাত্রদল ব্যাপক প্রচারণা চালিয়েছে।
 ঢাকা–আরিচা সড়কের রেডিও কলোনি বাসস্ট্যান্ড থেকে গণসংযোগ শুরু হয়। নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার। প্রচারণার কাফেলা সাভার বাসস্ট্যান্ড হয়ে চাঁপাইন এলাকায় পৌঁছালে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে দিনব্যাপী প্রচারণা কর্মসূচির সমাপ্তি হয়।
প্রচারনা চলাকালে ছাত্রদল নেতারা ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে বিএনপির ৩১ দফার মূল প্রতিপাদ্য তুলে ধরেন। তারা বলেন, “রাষ্ট্র মেরামতের এ আন্দোলন কেবল রাজনৈতিক উদ্যোগ নয়, এটি জনগণের অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম।”
সংক্ষিপ্ত সমাবেশে সুজন সিকদার বলেন,
“নবীন-প্রবীণ মিলেমিশে ভোট দিব ধানের শীষে— এটাই আমাদের অঙ্গীকার। দেশকে বাঁচাতে হলে এই ৩১ দফা বাস্তবায়ন জরুরি। আর সেই পথ দেখাতে সক্ষম একমাত্র ধানের শীষ। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি, জনগণকেও যুক্ত করছি।”
তিনি আরও বলেন, বর্তমান রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েছে, সাধারণ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাই ৩১ দফার মাধ্যমে কাঠামোগত পরিবর্তন ছাড়া জনগণের মুক্তি সম্ভব নয়।
এ সময় ছাত্রদল নেতাকর্মীরা ঢাকা-১৯ আসনে ধানের শীষের প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর বিজয়ের জন্য সকলের কাছে ভোট চান। এলাকাজুড়ে প্রচারণা চলাকালে উৎসবমুখর পরিবেশ দেখা যায় এবং সাধারণ মানুষের উল্লেখযোগ্য সাড়া ছিল লক্ষ্যণীয়।
ছাত্রদল নেতাদের প্রত্যয় “জনগণের সাথে থেকেই পরিবর্তনের আলো জ্বালাবে ধানের শীষ।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,