সারাদেশ

পরিবেশটা গণতন্ত্রের মত পরিবেশকে যা দিবেন সে আপনাকে তাই ফেরত দেবে: সৈয়দা রিজওয়ানা হাসান

কেরানীগঞ্জ প্রতিনিধি: পরিবেশ টা হচ্ছে গণতন্ত্রের মত, পরিবেশকে আপনি যা দিবেন সে আপনাকে তাই ফেরত দিবে, তাই পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (১৫ নভেম্বর) সকালে কেরানীগঞ্জের দাড়িপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঢাজা মহানগর ও উপজেলা এলাকার ৪৪ খাস পুকুর ও জলাশয় সংস্কার উন্নয়ন সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণ প্রকল্পের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, প্রকল্প এলাকার ৪৪ পুকুর পরিষ্কার পরিচ্ছন্ন ও উন্নয়ন করা হলে শুধু মৎস্যজীবী নয় এ এলাকার সর্ব সাধারণ উপকৃত হবে। এসময় তিনি পলিথিন উৎপাদন বিপণন ও ব্যবহারে সবাইকে আরও সতর্ক হওয়ার আহবান জানান।
পলিথিন দূষণের উদাহরণ টেনে তিনি বলেন, বুড়িগঙ্গা নদীর তলদেশে যে পরিমাণ পলিথিন আছে তা রাখার মত জায়গা আমাদের নেই, পলিথিন ধ্বংস হয়না, এটি মাইক্রো প্লাস্টিক হয়ে আমাদের শরীরে ফিরে আসে। তাই এখন মায়ের দুধে, রক্তে, মস্তিষ্কে, লিভারে মাইক্রো প্লাস্টিক ডুকে গেছে। আমরা বাধ্য হয়েই পলিথিনে ডুবে যাচ্ছি।
 তিনি আরও বলেন সেফটি ট্যাংকের পাশাপাশি বাড়িতে বর্জ্য ব্যবস্থাপনার একটি পরিকল্পনা বাধ্যতামূলক করা হচ্ছে যাতে জলাধার দূষণ রোধ করে পরিবেশকে টেকসই রাখা যায়।
মতবিনিময় সভায় ৪৪ খাল পুকুর ও জলাশয়ের সংস্কার তলনির্মূলন বর্জ্য অপসারণ ও দূষণ নিয়ন্ত্রণের সমন্বিত পরিকল্পনা উপস্থাপন করা হয়।
ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড ফারহিনা আহমেদ, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দীন আহমেদ চৌধুরী, ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়াসহ ঢাকা জেলা, উপজেলার কর্মকর্তাবৃন্দ।
প্রকল্পে মোট ব্যায় হবে ৯ কোটি ৩৬ লাখ টাকা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,