সারাদেশ

জাতীয় সাংবাদিক সংস্থা ভূঞাপুর উপজেলা ইউনিটের কমিটি গঠন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ জাতীয় সাংবাদিক সংস্থা ভূঞাপুর উপজেলা ইউনিটের বর্ধিত সভা ও নবগঠিত কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় ভূঞাপুর আউটডোর রেস্টুরেন্টে ও পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় আনন্দ টিভির জেলা প্রতিনিধি আল আমিন শোভনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক মাসুদুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা শাখার যুগ্ম আহবায়ক সৈয়দ নাজমুল হোসেন, ভূঞাপুর উপজেলা ইউনিটের উপদেষ্টা শাহ আলম প্রামাণিক, আসাদুল ইসলাম বাবুল, আতাউর রহমান তালুকদার মিন্টু, আখতার হোসেন খান।

এসময় আনন্দ টিভির জেলা প্রতিনিধি আল আমিন শোভনকে সভাপতি ও দৈনিক আমার সংবাদের ভূঞাপুর প্রতিনিধি মামুন সরকারকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট জাতীয় সাংবাদিক সংস্থা ভূঞাপুর উপজেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি রফিকুল ইসলাম রবি ও আব্দুর রশিদ শেখ, যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক সাজেদুল ইসলাম শুভ, ক্রীড়া সম্পাদক আরিফুজ্জামান তপু, দপ্তর সম্পাদক কবির হোসেন, তথ্য সম্পাদক শাওন, প্রচার সম্পাদক মোঃ শহিদুল ইসয়াম। কার্যকরী সদস্যরা হলেন- সিরাজুল ইসলাম কিসলু, সৈয়দ সরোয়ার সাদী রাজু, আব্দুর রহিম ও খন্দকার মাসুদ রানা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,