নেত্রকোনার দুর্গাপুরে ব্যারিস্টার কায়সার কামালের বিশাল মিছিল
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা – ১ আসনে ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি‘র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয় আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে দুর্গাপুর উপজেলার ঝানজাইল এলাকায় উপজেলা যুবদলের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দলের অঙ্গ ও সহযোগী ইউনিটের সকল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
উপজেলা বিএনপির ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তারেক রহমানের ৩১দফা কর্মসুচীর লিফলেট বিতরণ করা হয়। পরবর্তিতে পথসভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিলেট জেলা ইউনিটের যুগ্ন-আহবায়ক এডভোকেট এম মুজিবুর রহমান মুজিব সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন।
এ সময় বক্তারা বলেন, সারা বাংলার মানুষ এখন ভোটের অপেক্ষায়। নেত্রকোনা – ১ আসনে ইতোমধ্যে তারা তাদের মানবিক নেতাকে বেঁছে নিয়েছেন। ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে দলীয় নেতাকর্মী সহ জনগণের যে সাড়া দেখা যাচ্ছে, তাতে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাআল্লাহ্।
বক্তারা আরো বলেন, বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল কে ঘিরে দুর্গাপুর-কলমাকান্দা এলাকার ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দলীয় নেতাকর্মী সহ গনমানুষের যে ভালবাসা তৈরী হয়েছে ধানের শীষের প্রার্থী কায়সার কামালের প্রতি, আগামী ভোটেই তার প্রমান পাওয়া যাবে।
ইতোমধ্যে দুই উপজেলায় নিজ অর্থায়নে সেতু তৈরী, বিনামুল্যে চিকিৎসা ক্যাম্প, চক্ষু ক্যাম্প, বিভিন্ন ক্যান্সার রোগীর চিকিৎসা করানো, কন্যা দায়গ্রস্থ্য পিতাকে সহায়তা করা, শিক্ষাপ্রতিষ্ঠানে সহায়তা করে মানবিক নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। বিগত দিনে দুর্গাপুরের মানুষের জন্য তিনি কতটুকু উন্নয়ন করেছেন তা আপনারা সবই জানেন। তাই যোগ্যপ্রার্থী কায়সার ভাইকে আপনাদের ভোট দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।





