সারাদেশ

রাজবাড়ীতে ট্রাক চাপায় কিশোরের নিহত

বোরহান উদ্দিন, রাজবাড়ী :
রাজবাড়ীতে ট্রাকচাপায় পলাশ কাজী (১৯) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত পলাশ জেলার সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামের ছাকেন কাজীর ছেলে। পরিবার জানায়, তিনি পড়ালেখা ছেড়ে বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা সাগর এগ্রো ফুড লিমিটেড এলাকার সামনে অজ্ঞাত একটি ট্রাক পলাশকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পলাশ কাজী মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ হোসেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,