সারাদেশ

মাদারীপুরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে লাইসেন্স বিহীন চলছে একাধিক হাসপাতাল ও ডায়গনস্টিক! মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা 

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুর সদর উপজেলায় সরকারী অনুমোদন (লাইসেন্স) ছাড়াই চলছে হাপ ডজন খানেক প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। কোনো প্রকার সরকারি নিয়মনীতীর তোয়াক্কা না করেই রোগীদের বিভিন্ন রোগের পরীক্ষানিরীক্ষা ও অপারেশন চালিয়ে যাচ্ছে। এতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন সাধারণ মানুষ। হাসপাতালে উন্নত মানের অপারেশনর যন্ত্রাংশ না থাকায় জেলায় ঘটছে হরহামেশাই  সিজারিয়ান রোগীদের মৃত্যু।
সরেজমিনে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার রয়েছে সরকারি অনুমোদন (লাইসেন্স) বিহীন একাধিক  ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল। তবে বেশির ভাগ প্রাইভেট হাসপাতালের মালিকরা তাদের হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি ঢাকতে কিছু নামধারী (সংস্থা সাংবাদিক) মাসহারা দিয়ে রাখছেন। অনুসন্ধান করতে গেলে উঠে আসে এদের চিত্র।
অনুসন্ধানে দেখা যায়, মাদারীপুর সদর উপজেলার কালিরবাজার এলাকায় মোহাম্মদালী মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। যা ২০২১-২২ অর্থ বছর পর্যন্ত লাইসেন্স ছিল। পরবর্তীতে আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে আর লাইসেন্স করতে হয়নি উক্ত হাসপাতালের কতৃপক্ষের। তবে স্থানীয়রা বলছেন, সৈরাচারী সরকার ছাত্রজনতার গনঅভ্যুত্থানে পালিয়ে গেলেও এখনো রয়েছে তাদের দোসররা। তাই কিছু দুর্নীতিবাজ কর্মকতাদের যোগসাজশে এসব লাইসেন্স বিহীন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার চলছে। সাংবাদিকরা অনুসন্ধানে মোহাম্মাদালী মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সরেজমিনে গেলে পাওয়া যায়নি কতৃপক্ষকে। তবে হাসপাতাল থেকে কোন তথ্য না পেয়ে রিসিপশনের থেকে নাম্বার নিয়ে ডাঃ রেজাউল করিমকে (বিএমডিসি রেজি নং ৪১৯৫৫) মুঠোফোনে যোগাযোগ করে লাইসেন্স বিহীন কি ভাবে আপনাদের প্রাঃ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার চলছে, আর কি কি আপডেট ডকুমেন্টস আছে, এবিষয়ে জানতে চাইলে তিনি সাথে সাথে সরোয়ার নামের এক ব্যাক্তির নাম্বার দিয়ে তার সাথে কথা বলতে বলেন। ঘটনার অনুসন্ধানের জন্য সরোয়ার হোসেনকে (০১৭১৮৪২৩৭৯৬) মুঠোফোনে কল দিয়ে হাসপাতালে বিষয় বক্তব্য চাইলে, তখনই বাজে বিপত্তি। সরোয়ার হোসেন নিজেকে জেলার সাংবাদিকদের অভিভাবক বা উপদেষ্টা দাবি করে বলেন, আপনারা কি? নিউজ করবেন, যদি নিউজ করেন, তাহলে আপনাদের বিরুদ্ধেও আমরা নিউজ করমু। আমাদের এশিয়ান টিভির সম্পাদক সাইফুল আমার লোক। তিনি বক্তব্য না দিয়ে তর্ক করে এক পর্যায় ফোন রাখা হয়। তথ্য না পেয়ে সদর উপজেলা কালিরবাজার এলাকার স্থানীয়দের সাথে উক্ত ডায়াগনস্টিক সেন্টারের বিষয় জানতে চাইলাম কেমন সুনাম আছে এ হাসপাতালের কথার একটা পর্যায়ে না প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয়রা বলেন, হাসপাতালে ডাক্তারের কোন ঠিকঠিকানা নেই। একেক সময় একাকজন রোগীদের চিকিৎসা দেন। কয়দিন শামিমা এক নারীর সিজারের বাচ্চা ডেলিভারি করানোর সময় অপারেশন থিয়েটারেই মা-রা যায় সে। তবে রোগীর পরিবারকে ভুল বুঝিয়ে নিজেরাই এম্বুলেন্স ভাড়া করে ঢাকায় পাঠায়। রোগী ঢাকা নিয়ে গেলে উক্ত হাসপাতালের চিকিৎসক জানান, প্রায় ঘন্টা তিনেক আগে রোগী মারা গেছে। তবে হাসপাতালের স্টাফ কোহিনুরের মাধ্যমে রোগীর পরিবারকে টাকা দিয়ে ঘটনা ধামাচাপা দিয়ে দেয়। ঘটনার অনুসন্ধানের জন্য আমরা মৃত্যু শামীমার স্বামী, বাবা এবং প্রতিবেশীদের তার মৃত্যুর বিষয় নিয়ে কথা বলি। প্রথম পর্যায় টাকা নেওয়ার বিষয় অস্বীকার করলেও এক পর্যায় বলেন, আমি গরীব মানুষ আমার প্রথম সন্তান হইতে গিয়ে আমার স্ত্রী মা-রা গেছে, মামলা করার মতো আমার কিছু নাই। এব্যাপারে আমার (জেউডাস) স্ত্রীর বড়ো বোন ও আমার শশুরের কাছে বলেন।
এব্যাপারে মাদারীপুর জেলা সিভিল সার্জন ডাঃ শরীফুল আবেদীন কমল অসুস্থ থাকায়, এমও সিএস ডাঃ এসএম খলিলুজ্জামন বলেন, প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স বিহীন বা লাইসেন্স নবায়ন ছাড়া  চালাতে পারেনা। যেসকল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স নতুন বা নবায়ন করেনি, জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হবে। এবং কোন রোগী সিজার করা অবস্থায় মা-রা যায়। যদি আমাদের কাছে লিখিত অভিযোগ করেন, তদন্তের মাধ্যমে আমরা ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,