সারাদেশ

ঝিনাইদহের বর্ষীয়ান রাজনীতিবিদ মাহবুবুর রহমানের নামাজে জানাজা

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ কালীগঞ্জ নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আজ ১৮/১১/২০২৫ ইং তারিখ বাদ জহর আলহাজ্ব মাহবুবুর রহমান এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয় কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গন, সামাজিক আবহ ও শিক্ষাঙ্গন আজ এক অপূরণীয় শূন্যতার ভারে ভারাক্রান্ত। সরকারি মাহতাবউদ্দিন কলেজের সুযোগ্য প্রতিষ্ঠাতা,শহীদ নুর আলী কলেজের প্রতিষ্ঠা তাদের অন্যতম এছাড়াও কালীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান সহ একাধিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা  কালীগঞ্জ পৌরসভার সাবেক সফল মেয়র, ক্লিন ইমেজের প্রাজ্ঞ ও দূরদর্শী রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর উপজেলা কমিটির সংগ্রামী আহবায়ক, সফল ব্যবসায়ী, মজলুম জনতার নির্ভরতার প্রতীক আলহাজ্ব মোঃ মাহাবুবুর রহমান আর আমাদের মাঝে নেই।
বার্ধক্যজনিত কারণে তিনি গতকাল মহান রবের সান্নিধ্যে চিরশান্তির দেশে গমন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এক অনন্য মানুষকে হারাল কালীগঞ্জবাসী
তিনি শুধু একজন নেতা বা একজন জনপ্রতিনিধিই ছিলেন না—তিনি ছিলেন অনুসরণীয় চরিত্রের জীবন্ত দৃষ্টান্ত। আপাদমস্তক ভদ্র, নিরহংকার, সহজ-সরল জীবনাচারে অভ্যস্ত অথচ অন্তরের আভিজাত্যে সমৃদ্ধ এক নীরব দানবীর। যার দরজা ছিল মানুষের জন্য সর্বদা উন্মুক্ত। যে কোনও বিপদে-আপদে, সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়ানো ছিল তার স্বভাবসুলভ দায়িত্ব, কর্তব্য নয়—একটি ইবাদত।
শিক্ষা ও সমাজ উন্নয়নে তাঁর দৃষ্টান্তময় অবদান
সরকারি মাহতাবউদ্দিন কলেজ যখন বিগত সরকারের রোষানলে  পড়ে  টিকে থাকার সংগ্রামে লড়ছিল, তখন তিনি ছিলেন সেই শিক্ষাঙ্গনের দৃঢ়তম বটবৃক্ষ। নিজের সর্বস্ব দিয়ে, নীরবে-নিভৃতে শিক্ষাপ্রতিষ্ঠানটির উন্নয়নের লড়াই করে গেছেন। কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে তিনি ছিলেন ভরসার আশ্রয়, ছিল তার প্রতি নিঃশর্ত আস্থা।
জনতার নেতা, অবহেলিত মানুষের আশ্রয়
সংকট, দুর্যোগ, রাজনৈতিক বিপর্যয়—যে সময়েই মানুষ তাঁর শরণাপন্ন হয়েছে, তিনি হয়েছেন বাতিঘর।
মজলুম জনতার অধিকার আদায়ের সংগ্রামে ছিলেন অটল, অদম্য। রাজনৈতিক প্রতিহিংসার নির্মম কষাঘাতে বারবার ক্ষত-বিক্ষত হলেও তিনি ছিলেন অবিচল, অটুট। সত্য ও ন্যায়ের পথে তাঁর অঙ্গীকার ছিল অটুট।
কালীগঞ্জ পৌরসভার সফল মেয়র হিসেবে তিনি উন্নয়ন, সেবা ও সুশাসনের নতুন দিগন্ত উন্মোচন করেন।
উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে সততা, ন্যায়পরায়ণতা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন।
রাজনৈতিক জীবনে পেয়েছেন জনতার অকুণ্ঠ ভালোবাসা, কারণ তার রাজনীতি ছিল মানুষকে ভালোবাসার রাজনীতি।
শিক্ষা, সামাজিক উন্নয়ন, দরিদ্র মানুষের সেবা—জীবনের প্রতিটি ক্ষেত্রেই ছিল তাঁর আলোকিত পদচিহ্ন।
এক অপূরণীয় শূন্যতা
জাতি হারালো একজন দেশপ্রেমিক, নির্মল হৃদয়ের মানুষকে।
কালীগঞ্জবাসী হারালো নিজেদের অভিভাবক।
পরিবার হারালো এক মহিমান্বিত ছায়াদানকারী বটবৃক্ষ।
সরকারি মাহতাবউদ্দিন কলেজ পরিবার হারালো এক পরীক্ষিত সাহসী সহযাত্রী।
আজ সমৃদ্ধ সময়েও তাঁর অনুপস্থিতি যেন বেদনামাখা দীর্ঘশ্বাস হয়ে ফিরে আসে। হয়তো কালের ধারায় কেউ না কেউ তাঁর শূন্যতা পূরণের চেষ্টা করবেন, কিন্তু তাঁর মতো মমতাময়, প্রজ্ঞাবান, নিরলস সেবক পাওয়া কি এত সহজ?
তাহাজ্জুদের নিঝুম রাতে, তাঁর প্রিয় মানুষগুলো আজ অশ্রুসজল প্রার্থনায় হাত তুলছে—
হে পরম করুণাময়,
তার সকল দান, অনুদান ও সুকৃতি সদকায়ে জারিয়া হিসেবে কবুল করো।
তার জ্ঞাত-অজ্ঞাত ভুলভ্রান্তি ক্ষমা করো।
তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চতম মেহমান হিসেবে মর্যাদা দাও।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,