সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে, পঞ্চগড়কে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলবো -পঞ্চগড়ের ডিসি সায়েমুজ্জামান
একেএম বজলুর রহমান , পঞ্চগড়
পঞ্চগড়কে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলবো। যার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। পঞ্চগড়ে নব নিযুক্ত জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান বলেন, দেশে নির্বাচন হবে। আর এ নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠ। সুষ্ঠ নির্বাচন করার জন্যই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদেরকে নিয়োগ দেয়া হয়েছে।
দূর্নীতির বিষয়ে আমি জিরো টলারেন্স। আপনারা আমার সাবেক সহকর্মী হিসেবে আমার পাশে থাকবেন। আপনাদের সবার চোখ কান খোলা থাকলে কেউ দূর্নীতি করতে পারবে না। আপনারা আমাকে পরামর্শ দিবেন। সহযোগিতা করবেন।
তিনি আরও বলেন, দূর্নীতি মুক্ত জেলা প্রশাসন চাই। তথ্য যদি উন্নক্ত হবে দূর্নীতি তত কম হবে। সাংবাদিকদের সুবিধার জন্য আমি একটি মিডিয়া সেল গঠন করবো। তথ্য যেতে আপনারা সহজে কোন হয়রানি ছাড়াই পেতে পারেন।
পঞ্চগড়ে কর্মরত সাংবাদিকদের জন্য কিছু আর্থিক ভাবে কিছু করার জন্য চেষ্টা করবেন। কারন সাংবাদিকদের কে তাদের কর্তৃপক্ষ কোন সুযোগ সুবিধা দেননা। আমি আপনাদের সাবেক সহকর্মী। আমি ১০ বছর সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলাম। সে কারনে সাংবাদিকদের সুযোগ সুবিধা সম্পর্কে জানি।
সংবাদকর্মীরা তেতুঁলিয়া বাংলাবান্ধা স্থল বন্দর, পঞ্চগড় ট্রাক টার্মিনালসহ বিভিন্ন স্পটের সমস্যা তুলে ধরেন।
পঞ্চগড়ের নব নিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্টেট কাজী মোঃ সায়েমুজ্জামান সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।
১৮ নভেম্বর মঙ্গলবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
মতবিনিময় সভায় সংবাদকর্মীরা জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন নব নিযুক্ত জেলা প্রশাসকের নিকট। পরে জেলা প্রশাসক সেসব সমস্যা সমাধানের জন্য চেষ্টা করবেন বলে জানানো হয়।
মতবিনিময় সভায় পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি কালবেলা, বাংলাভিশনের প্রতিনিধি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন, নিউজ ২৪ টিভির সরকার হায়দার, সাবেক সভাপতি সমকাল, ইন্ডিপেন্ডেন্ট টিভির সফিকুল আলম, সাবেক সভাপতি জনকণ্ঠ, চ্যানেল আই এর এ রহমান মুকুল, সিনিয়র সাংবাদিক দেশরুপান্তর, বাংলাদেশ অবজারভারের শহীদুল ইসলাম শহীদসহ পঞ্চগড় প্রেসক্লাব, বিভিন্ন সংগঠনের প্রায় শতাধিক প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সদস্যরা উপস্থিত ছিলেন।





