সারাদেশ

উপকূলীয় সাংবাদিকদের বস্তুনিষ্ঠতায় জনগণের আস্থা—সাধারণ সভায় বক্তারা,

আলফাজ মামুন নুরী

কক্সবাজার প্রতিনিধি

বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সদস্যরা জনগণের আস্থা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, সত্য ও সাহসিকতার সঙ্গে সংবাদ প্রচার করে দেশের উন্নয়ন ও উপকূলীয় এলাকার সমস্যা–সম্ভাবনা তুলে ধরায় এই সংগঠনের সাংবাদিকরা ইতোমধ্যে প্রশংসিত হয়েছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

সংগঠনের দ্বিবার্ষিক নির্বাচন প্রস্তুতির লক্ষ্যে ১৯ মে (বুধবার) বিকেল ৫টায় কক্সবাজার শহরের কলাতলীস্থ কুটুমবাড়ী রেস্টুরেন্টে জমকালো আয়োজনের মাধ্যমে ফোরামের কার্যকরী কমিটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ১৫ বছর পূর্তিতে সংগঠনের নেতৃবৃন্দ নানা স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স.ম ইকবাল বাহার চৌধুরী। সাধারণ সম্পাদক এ.এম হোবাইব সজীব এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি ইমাম খাইর।

সভায় বক্তব্য রাখেন—

সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম শাহিন, সহ-সভাপতি সাহাব উদ্দিন, সহ-সভাপতি আব্দুল মালেক সিকদার, সহ-সভাপতি ওবায়দুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম দিদারুল করিম, দপ্তর সম্পাদক রকিয়ত উল্লাহ, অর্থ সম্পাদক আলা উদ্দিন আলো, নির্বাহী সদস্য ফরিদুল আলম দেওয়ান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন—

যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক ও আবুল কাশেম, সদস্য ফারুক আহমেদ, সরওয়ার কামাল, শাহাদাত আলী জিন্নাহ, এরফান হোসেন, মিজবাহ উদ্দীন আরজু, নাজিম উদ্দীন, কফিল বিন আমির, ইয়াছিন আরাফাত, ইমরান নাজির, আলফাজ মামুন নুরী, মোস্তফা, শাহরিয়া বাবু, মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ, শেখ আব্দুল্লাহ এবং পর্যবেক্ষণ সদস্য মোহাম্মদ সেলিম।

এ সময় সংগঠনের নবাগত উপদেষ্টা, টুয়াকের সাধারণ সম্পাদক নুরুল কবির পাশা পল্লাবকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় আগামী ৬ ডিসেম্বর ২০২৫ তারিখে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। পাশাপাশি বার্ষিক পিকনিক, সংগঠনের কল্যাণ তহবিল গঠনসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,