সারাদেশ

নারায়ণগঞ্জে শাপলা কলির পক্ষে এনসিপির নির্বাচনী গনসংযোগ ও লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলির পক্ষে ভোট ও দোয়া চেয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের জনবহুল শিমরাইল মোড় এলাকায় এ গনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সাবেক সদস্য সচিব ও বর্তমান জেলা এনসিপির তরুণ মূখ মো: জাবেদ আলমসহ এনসিপির নেতাকর্মীরা।
এসময় তারা শিমরাইল মোড় এলাকার গনপরিবহন, ফুটপাত ও বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী এবং জনসাধারণের মাঝে শাপলা কলির পক্ষে ভোট ও দোয়া চেয়ে লিফলেট বিতরণ করেন।
এসময় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মো: জাবেদ আলম বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মানুষের অধিকার এবং স্বপ্ন নিয়ে লড়ার জন্য সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী কয়েক দিনের মধ্যে প্রত্যেকটি আসনে আমাদের প্রার্থীতাও নির্ধারণ হয়ে যাবে। সেই কথা গুলো এবং নাগরিক পার্টির দাওয়াত নিয়ে, শাপলা কলি যে জনগনের অধিকার নিয়ে লড়তে চায় সেই কথাগুলো নিয়ে আজ আমরা লিফলেট বিতরণ করছি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সাগর মল্লিক, জাতীয় ছাত্র শক্তির অন্যতম নেতা ফাহিম হোসেন, জেলা জাতীয় ছাত্র শক্তির নেতা সিয়াম রেজা, তোফাজ্জল হক ফয়েজী, নারী সংগঠক সাদিয়া প্রধান, ফাহিমা, রিবু, আজির, নোমান, সিদ্ধিরগঞ্জ ছাত্র শক্তির নেতা সৈকত, নারায়ণগঞ্জ মহানগর বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সিয়াম হাওলাদারসহ প্রমূখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,