সারাদেশ

চিলমারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু 

হাবিবুর রহমান, চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে ব্যাটারি চালিত অটো রিক্সার ধাক্কায়, নজির হোসেন নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২৪শে নভেম্বর) বিকাল আনুমানিক ৩.১৫ মিনিটে, উপজেলার পোস্ট অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তিনি রাজারভিটা এলাকার মৃত জহুরুল হকের ছেলে, নজির হোসেন (৮০) বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার বিকেল বেলায়, রাজারভিটা এলাকার নজির হোসেন পোস্ট অফিস মোড় হয়ে থানাহাট বাজারে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা, একটি ব্যাটারি চালিত অটো রিক্সা তাকে সজোরে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। আশপাশে থাকা লোকজন নজির হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই, আর এই বিষয়ে কোন অভিযোগ ও পাইনি বলে জানান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,