জয়পুরহাটের পাঁচবিবিতে গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার
জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২৭ নভেম্বর ২০২৫ তারিখ ১টা ২০ ঘটিকায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন চাউলপট্টি এলাকা থেকে গণধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামি অনিক (৩২), পিতা- মৃত ওবায়দুল, সাং-দমদমা, থানা-পাঁচবিবি, জেলা- জয়পুরহাটকে গ্রেফতার করে।
২৮ নভেম্বর সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জয়পুরহাট র্যাব-৫ এ তথ্য নিশ্চিত করে।
ঘটনা সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বাসিন্দা মোঃ মোস্তাক আহম্মেদ এর মেয়ের সাথে জনৈক স্বপন হোসেনের প্রেমের সম্পর্ক ছিল। উক্ত প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারের লোকজনদের সাথে গত ০৬ অক্টোবর ২০২৫ তারিখ ঝগড়া হওয়ায় রাত্রি অনুমান ১টায় সময় (মোস্তাক আহম্মেদের মেয়ে) ভিকটিম রাগ করে বাসা থেকে বের হয়ে পাঁচবিবি পৌর পার্কে আসে। সেখানে ভিকটিমের পূর্ব পরিচিত ১নং আসামি মোঃ রবিউল ইসলাম রেজার সাথে দেখা হয়, তার সাথে কথাবর্তার এক পর্যায়ে রেজা তার বন্ধু অনিককে মোবাইল ফোন করে ডেকে আনে। অতঃপর রেজা এবং তার বন্ধু অনিক দ্বয় ভিকটিমকে তার প্রেমিকের সাথে বিয়ে দেয়ার আশ্বাস দেয় এবং পার্কের ভিতরে পুকুর পাড়ের দক্ষিণ পার্শ্বে বসার যায়গায় নিয়ে ০৭ অক্টোবর ২০২৫ তারিখ রাত্রি ০০১৫ ঘটিকায় রেজা এবং অনিক ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে। পরে রেজা এবং অনিক এই ঘটনা কাউকে বললে ভিকটিমের মানসম্মানের ক্ষতি করবে মর্মে ভয়ভীতি প্রদর্শন করে একই তারিখ রাত্রি অনুমান ৪ ঘটিকার সময় আসামিদ্বয় তাদের মোটরসাইকেল যোগে ভিকটিমকে তার বসতবাড়ির সামনে পৌঁছে দিয়ে দ্রুত চলে যায়। উক্ত ঘটনাটি ভিকটিম তার পরিবারকে অবগত করে এবং এ সংক্রান্তে পাঁচবিবি থানায় এজাহার দায়ের করলে পাঁচবিবি থানার মামলা নং-০৯ তারিখ ০৯ অক্টোবর ২০২৫, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯(৩) রুজু হয়।
জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার সংশ্লিষ্ট মামলা তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট এর একটি আভিযানিক দল বর্ণিত মামলার এজাহার নামীয় পলাতক আসামিকে গ্রেফতারের জন্য তৎপর হয়। অতঃপর গোপন সংবাদের প্রেক্ষিতে ২৭ নভেম্বর ২০২৫ তারিখ ১৩২০ ঘটিকার সময় র্যাব-৫ সিপিসি-৩ (জয়পুরহাট) এবং র্যাব-১৩ সিপিসি-১(দিনাজপুর) এর যৌথ আভিযানিক দল ঘটনার সহিত জড়িত এজাহার নামীয় পলাতক আসামি অনিককে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন চাউলপট্টি এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।




