সারাদেশ

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাভারে দোয়া ও মিলাদ মাহফিল

আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় সাভারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাভার সদর ইউনিয়নের কলমা এলাকার একটি মাদ্রাসায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। এছাড়া সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদারসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া মাহফিলে ছাত্রদল নেতা মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় সংকটে বেগম খালেদা জিয়ার ভূমিকা ঐতিহাসিক। আজ তিনি শারীরিক অসুস্থতায় রয়েছেন; আমরা তার দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি। দেশনেত্রীর সুস্থতা দেশের গণতন্ত্রকামী মানুষের দাবি। ছাত্রদল তাঁর আদর্শ ধারণ করে সবসময় জনগণের পাশে থাকবে।”
দোয়া ও মিলাদ মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা, দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,