বিদায় বেলায় চরাঞ্চালের ৬১২ শিক্ষার্থীদের মুখে হাসি ফুটালেন বিদায়ী ইউএনও মহুয়া আফরোজ
বোরহান উদ্দিন, কালুখালী (রাজবাড়ী):
রাজবাড়ীর কালুখালীর বৃহত্তর চরাঞ্চলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া আফরোজ। বিদায়ের আগে শিশুদের জন্য এমন ভালোবাসার উপহার পেয়ে আনন্দে মুখরিত হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ৪নং হরিণবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫-২০২৬ অর্থ বছরে উপজেলা প্রশাসনের অর্থায়নে ব্যাগ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় ইউএনও মহুয়া আফরোজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ভালো মানুষ হতে হবে, সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দেশের মানুষের সেবা করতে হবে।”
তার আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীরাও দেশসেবার অঙ্গীকার ব্যক্ত করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান,
রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা,
হরিণবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আসলাম প্রামাণিক,
হরিণাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিউল আলম,
কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন,
কৃষ্ণনগর আব্দুল কুদ্দুস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন
এছাড়াও সহকারী শিক্ষক মোঃ ওবায়দুর রহমান, ফরিদ হাসানসহ অন্যান্য শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বৃহত্তর চরাঞ্চলের চারটি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৬১২ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।
ইউএনও মহুয়া আফরোজের এই মানবিক উদ্যোগ বিদায়ের মুহূর্তে চরাঞ্চলের মানুষের হৃদয়ে বিশেষভাবে স্থান করে নিয়েছে।




