বেনাপোলের-ঘিবা সীমান্তে ভারতীয় ৪১ কেজি গাঁজা উদ্ধার
জাকির হোসেন, বেনাপোল-শার্শা : যশোর বেনাপোলের ঘিবা সীমান্তে ১,৪৩,৫০০ টাকার ৪১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার রাত ১১.৩০ সময় চোরাচালানীরা ভারত থেকে গাঁজার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ কালে বিজিবি সদস্যরা ধাওয়া করলে,মাদক চোরাকারবারিরা গাঁজার বস্তাগুলা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি মাদকের চালানটি উদ্ধার করে। তবে এসময় কোন চোরাচালানিকে আটক করতে পারেনি।
স্থানীয়রা জানায় এ পথে গাঁজার বড় বড় চালান ভারত থেকে প্রবেশ করে। ঘিবা গ্রামে অনেক গাঁজা ব্যবসায়ি আছে। তারা এখান থেকে পাইকারি ও খুচরা গাঁজা বিক্রি ও সাপ্লাই করে থাকে। কারা এসব ব্যবসা করে নাম জানতে চাইলে তারা অপরাগতা প্রকাশ করে। তারা বলে এসব ব্যবসায়িদের তালিকা প্রশাসনের কাছে আছে।
যশোর ৪৯ ব্যাটলিয়নের অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় বেনাপোলের ঘিবা সীমান্তে একটি বরই বাগানে বিজিবির টহল দল অবস্থান করছিল। এসময় তারা দেখতে পায় কয়েকজন লোক বস্তা মাথায় করে ভারতে থেকে দেশে প্রবেশ করছে। এরপর বরই বাগান এর নিকট আসলে তাদের ধাওয়া দিলে চোরাচালানীরা পালিয়ে যায়। তারপর বস্তাগুলি ক্যাম্পে এনে খুলে ওজন করে দেখা যায় সেখানে ৪১ কেজি গাঁজা। যার আনুমানিক বাজার মুল্য প্রায় দেড় লাখ টাকা।





