সারাদেশ

সদরপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল 

সদরপুর থেকে শিমুল তালুকদার
বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৪ডিসেম্বর) সন্ধ্যা ৭টার সময় ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের ক্বারীর হাট মোল্যা বাড়িতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল। উপজেলার ভাষানচর ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সামসুদ্দীন মোল্যার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোল্যা ফরিদ মাস্টারের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব একেএম কিবরিয়া স্বপন, উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সিনিয়র যুগ্ম আহবায়ক বাহালুল মাতুব্বর,কৃষকদলের জেলা যুগ্ময়াহবায়ক মুন্সী জহুরুল ইসলাম,যুবদল নেতা সুমন মোল্যা, শিকদার নাজমুল হাসান রাজু   সহ জেলা ও উপজেলার বিভিন্ন অংগসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথীর বক্তব্যে শহীদুল ইসলাম বাবুল বলেন, দেশের প্রয়োজনে,মানুষের প্রয়োজনে  মহান আল্লাহপাক যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ্যতা দান করেন৷ তিনি সবার কাছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য দোয়া কামনা করেন। তিনি বলেন, আমরা  ক্ষমতায় গেলে বাংলাদেশের ৪ কোটি  পরিবারের মধ্যে যারা মহিলা  অভিভাবক থাকবেন তাদেরকে   ফ্যামেলি কার্ড করে  দেওয়া হবে। এটা আমাদের নির্বাচনী ইশতেহার। তিনি আরো বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এসে ২৫ বিঘা জমির খাজনা মওকুফ করে দিয়েছিল। জিয়াউর রহমান যেমন মুক্তিযুদ্ধের সময় পালায় নাই, যুদ্ধ করেছে, স্বাধীনতার ঘোষনা দিয়েছেন,ঠিক তেমনি আমার নেত্রী ১/১১ সময় আপনাদেরকে ছেড়ে দেশ ছেড়ে পালান নাই, জেল জুলুম খেটেছেন, সরকারের দমন পীড়ন সহ্য করেছে। আজ সেই মানুষটা অসুস্থ্য আপনারা সবাই তার জন্য দোয়া করবেন৷ আমিও আপনাদের ছেড়ে পালিয়ে যাবনা। আগামীতে  আমরা দেশটাকে উন্নয়নের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি আপনাদের সকলের সহযোগীতা কামনা করি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,