পঞ্চগড় চেম্বার অব কমার্সের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিসর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর শনিবার দুপুরে পঞ্চগড় চেম্বার ভবনের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন চেম্বারের সচিব মেরাজুল ইসলাম।
পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিস এর সভাপতি শরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে চেম্বারের সাধারন সদস্যরা পঞ্চগড়ের ব্যবসা বাণিজ্যের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।
বার্ষিক আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন ট্রেজারার শফিউজ্জামান পাটোয়ারী রুবেল। চেম্বারের পরিচালক নুরুজ্জামান বাবু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সভায় পঞ্চগড়ের ব্যবসায়িদের এই সংগঠনের সকল সদস্যরা যোগ দেন।





