সারাদেশ

শার্শা সীমান্তে বিজিবি’র অভিযানে ৫৯৭ বোতল ভারতীয় উইনসেরেক্স ও এস্কাফ সিরাপ জব্দ

জাকির হোসেন, বেনাপোল-শার্শা:
যশোরের শার্শা সীমান্তবর্তী কায়বা ও গোগা বিওপি এলাকায় চোরাচালানবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে মোট ৫৯৭ বোতল ভারতীয় কফ সিরাপ জব্দ করেছে ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। এর মধ্যে রয়েছে ১১৭ বোতল এস্কাফ সিরাপ এবং ৪৮০ বোতল উইনসেরেক্স সিরাপ। যা ফেনসিডিলের পরিবর্তে বিকল্প মাদক হিসাবে ব্যবহৃত হচ্ছে।
শনিবার এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার।
তিনি জানান, সীমান্ত এলাকায় মাদক ও বিভিন্ন চোরাচালানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিজিবি বিশেষ নজরদারি ও অভিযান পরিচালনা করছে। তারই অংশ হিসেবে আজ সকালে কায়বা ও গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
বিজিবি অধিনায়ক আরও বলেন, “দেশের সীমান্ত”

কে চোরাচালানমুক্ত রাখতে বিজিবি নিরবিচ্ছিন্ন টহল ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে। মাদকসহ সব ধরনের অবৈধ পণ্য পাচার প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,