পঞ্চগড়ে এসপির সাথে গনমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের নবাগত পুলিশ সুপার (এসপি) রবিউল ইসলাম গণমাধ্যম কর্মীদের সাসাথে মতবিনিময় করেছেন।
৭ ডিসেম্বর দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৯ নভেম্বর রবিউল ইসলাম পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহন করেন।
মতবিনিময় সভায় পঞ্চগড় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ফরহাদ হোসেন, ডিআইও ১ মোক্তারুল ইসলাম উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারন সম্পাদক সরকার হায়দারসহ পঞ্চগড় প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে পঞ্চগড়ে মাদকের হার আশংকাজনক হারে বেড়ে যাওয়া, নদী থেকে পাথর উত্তোলন, ট্রাক টার্মিনালে যত্রতত্র গাড়ি পার্কিং, শহরে যানজট, রাস্তাঘাটে মহেন্দ্র ট্রাক্টরে পাথর বালু পরিবহনসহ বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়গুলো তুলে ধরেন।
পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, পঞ্চগড়ের সমস্যাগুলো আমি নোট করে নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে সমাধান করার চেষ্টা করবো।
এরআগেও আমি পূর্বের কর্মস্থলে মাদক নির্মুল করেছি। পঞ্চগড়েও মাদক নির্মুল করার জন্য চেষ্টা করবো। যে কোন বিষয়ে আপনারা আমাকে তথ্য দিবেন। আমি আমাদের অফিসার ইনচার্জদের সাথে নিয়ে তা সমাধান করার চেষ্টা করবো।





