সারাদেশ

পঞ্চগড়ে উত্তরাঞ্চলের চা শিল্পের অংশীজনদের সাথে মতবিনিময় সভা 

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
দেশের উত্তরাঞ্চলের চা শিল্পের অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ ডিসেম্বর দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মেসবাহ উদ্দীন আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে এসময় বাংলাদেশ চা বোর্ডের গবেষণা ও উন্নয়ন বিভাগের সদস্য, সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন, উপস্থিত ছিলেন।
পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান এতে সভাপতিত্ব করেন।
বাংলাদেশ চা বোর্ডের আঞ্চলিক কার্যালয় ও পঞ্চগড় জেলা প্রশাসন যৌথ ভাবে মতবিনিময় সভার আয়োজন করে।
পঞ্চগড়ের আঞ্চলিক চা বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ খান মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন।
পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা প্রশাসনের কর্মকর্তা, ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, পঞ্চগড়ের বিভিন্ন চা কারখানার মালিক, চা বাগানের মালিক, ওয়্যার হাউজের প্রতিনিধি ও চা চাষীরা অংশ নেন।
ওয়্যার হাউজ, বটলিফ ফ্যাক্টরী ওনার্স এসোসিয়েশন, স্মল টি গার্ডেন ওনার্স এন্ড টি ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ও ক্ষুদ্র চা চাষিদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশে এক সময় দ্বিতীয় রপ্তানি পন্য ছিল চা। পাটের পরেই ছিল চায়ের অবস্থান। সময়ের পরিক্রমায় সেই চিত্র বদলে গেছে। গত এক দশকে উৎপাদিত চা কিভাবে বিদেশে রপ্তানি বৃদ্ধি করা যায় তা নিয়ে  আলোচনা করা হবে। এছাড়াও চা চোরাকারবারি রোধ করা হবে। চায়ের মান উন্নয়নে মনিটরিং ব্যবস্থাকে আরও জোরদার করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,