সদরপুরে ত্বক ফর্সাকারী নকল ক্রীম বিক্রির দায়ে ব্যাবসায়ীকে জরিমানা
শিমুল তালুকদার, সদরপুর থেকে
মেয়াদোত্তীর্ণ পণ্যের মজুদ, নিষিদ্ধ ঘোষিত গায়ের রং ফর্সা করার নামে বিএসসিআইয়ের অনুমতিবিহীন নকল ক্রিম ও প্রসাধনী বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নের পিয়াজখালি বাজারে এই অভিযান পরিচালনা করে
অভিযুক্ত ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও বিএসটিআই।
রবিবার (০৭ ডিসেম্বর) দুপুরে ঢেউখালি ইউনিয়নের পিয়াজখালি বাজারের ‘খান ভ্যারাইটিজ স্টোর’ দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এ সময় ফরিদপুর বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) সোহরাব হোসেন ও সদরপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,
অভিযানে খান ভ্যারাইটিজ স্টোর নামক
দোকানে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ পণ্যের মজুদ, বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত গায়ের রং ফর্সাকারী ক্রিম ও নকল কসমেটিকস বিক্রির অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুসারে দোকান মালিক রিংকু খানকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্যে মজুদ, বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত গায়ের রং ফর্সাকারী ক্রিম ও নকল কসমেটিকস বিক্রির অপরাধে দোকান মালিককে জরিমানা করা হয়েছে। ভোক্তাদের সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানান তিনি।





