সারাদেশ

ঝিনাইদহ কালীগঞ্জে এলজিইডির  রাস্তা খুঁড়ে উধাও ঠিকাদার : চরম বিপাকে ৭ গ্রামের হাজারও মানুষ 

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার।
ঝিনাইদহের কালীগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মানাধীন একটি গ্রামীন সড়কে ঠিকাদারি প্রতিষ্ঠানের হেয়ালীপনায় ৭ গ্রামের কয়েক হাজার মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। নতুন রাস্তা নির্মানের জন্য ১ বছর আগে রাস্থাটি খুঁড়ে কাজ বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। ঠিকাদারের এমন হেয়ালীপনায় ৭ গ্রামের  কয়েক হাজার মানুষ চরম বিপাকে পড়লেও এলজিইডি কর্তৃপক্ষ অনেকটা নীরব ভূমিকা পালন করছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার রায়গ্রাম ইউনিয়নের সিংগী বাজার থেকে মঙ্গলপৌতা বাজার পর্যন্ত নতুন রাস্থা নির্মানের জন্য পুরাতন রাস্তা খুঁড়ে রাখা হয়েছে। রাস্থা খুঁড়ে রাখার কারনে অনেক স্থানে গেল বর্ষা মৌসুমে গভির গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। প্রায় ১ বছর আগে খুড়ে রাখা রাস্তার কারনে কয়েক কিলোমিটার ঘুরে অত্র ইউনিয়ন পরিষদের সেবা, ভুমি অফিসের সেবা , ইউনিয়নের একমাত্র সরকারি কৃষি ব্যাংক এবং এক মাত্র সরকারি উপ- স্বাস্থ্য সেবা কেন্দ্রে আসছেন কয়েক হাজার মানুষ। গ্রামগুলোতে জরুরি সেবার জন্য এ্যাম্বুলেন্সও প্রবেশ করতে পারছে না। এলজিইডি অফিস সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ কোটি ৭৯ লাখ টাকার ২,৯৯০ মিটার রাস্তাটির কাজ পায় মেসার্স মিজানুর রহমান নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৪ সালের আগষ্ট মাসে শুরু হয়ে ২০২৫ সালের জুন মাসে রাস্তাটির কাজ শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে চলতি বছরের প্রথম দিকে। প্রায় ১ বছর খুঁড়ে রাখার পর আর কাজ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।
এ ব্যাপারে মেগুরখির্দ্দা গ্রামের বাসিন্দা আরিফ হাসান বলেন, এক বছর আগে রাস্তা খুড়ে ফেলে রাখা হয়েছে। খুড়ে রাখা রাস্তার কারনে আমাদের গ্রামে বড় কোন গাড়িও প্রবেশ করতে পারছে না। কৃষি পণ্য আনা নেওয়াসহ স্বাভাবিক চলাচলে আমাদের খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি খুড়ে রাখার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত কাজ এগোয়নি, এটা কেমন কথা ? আমরা দ্রুত এর প্রতিকার চাই। রাস্তাটি নির্মাণকারী  ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মিজানুর রহমান এর সত্বাধিকারী মো. রানা জানান , নতুন ইট উঠলে কাজ শুরু করবো । তাছাড়া আমি অসুস্থ থাকায় কাজটি করতে পারিনি।
এ ব্যাপারে জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী সৈয়দ শাহরিয়ার আকাশ বলেন, ঠিকাদারকে বার বার চিঠি পাঠিয়েও কোন সদুত্তর পাইনি। তিনি (ঠিকাদার) এমন করলে কি করবো বলেন?
 কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  রেজওয়ানা নাহিদ বলেন, ঘটনাটি আমি আপনার কাছ থেকে প্রথম শুনলাম । এ ব্যাপারে খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,