দেবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অফিস উদ্ধোধন
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
বেলুন দিয়ে সজ্জিত গেটে ফিতা কেটে
পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নতুন অফিস উদ্ধোধন করা হল।
৮ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় দেবীগঞ্জ করতোয়া সেতু সড়কে জাঁকজমকপূর্ণ ভাবে নতুন এ অফিস উদ্ধোধন করা হয়।
জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয় ফুটবল ফেডারেশন বাফুফে এর গর্ভরমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন অফিসের উদ্ধোধন করেন।
এসময় দেবীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারন সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক আলী হ্যাপী, সাংগঠনিক সম্পাদক ও চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ ও ডাঃ নজরুল ইসলাম, জিয়া পরিষদের পঞ্চগড় জেলা সভাপতি, দেবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী, দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সিনিয়র আনারুল ইসলাম সরকার সাধারন সম্পাদক আশরাফুল আলম সোহেল, দেবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান রাজু, সদস্য সচিব রোকনুজ্জামান সুমন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কাদেরী কিবরিয়া রানা, পৌর যুবদলের সভাপতি গুড্ডসহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল, মহিলা দল, মৎস্যজীবি দল, তাতীদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার জন্য ও রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার জন্য এ নতুন অফিস উদ্ধোধন করা হয়েছে। মাঠ পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করতে এবং দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতে নতুন রাজনৈতিক কার্যালয়টি উদ্ধোধন করা হল। এখন থেকে এ অফিস থেকেই রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করা হবে।
নতুন এ অফিস উদ্ধোধনের পর উপজেলা নেতাকর্মীদের সাথে প্রানচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সবার মাঝে উৎফুল্ল লক্ষ্য করা গেছে।





