সারাদেশ

নোয়াখালীতে বিএনপি প্রার্থীর সভায় মুখোশধারীদের তাণ্ডব: ৫ শতাধিক চেয়ার-মঞ্চ ভাঙচুর

জয়া হাসান নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নির্বাচনী পরিচালনা কমিটি গঠনের সভায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে একলাশপুর ইউনিয়নের ফাজিল মাদরাসা মাঠে এ ঘটনা ঘটে।
একলাশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম চুন্নু জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরকত উল্লাহ বুলু নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী। এ উপলক্ষে স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন বিকালে ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটি গঠনের জন্য সভার আয়োজন করে।
সভায় প্রায় ৩ শতাধিক নেতাকর্মী উপস্থিত হওয়ার পর হঠাৎ মুখোশ পরা ৫০-৬০ জন যুবক হামলা চালায়। হামলাকারীরা উপজেলা বিএনপির সদস্য মোরশেদ সিরাজীকে কুপিয়ে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তারা সভাস্থলের প্রায় ৫ শতাধিক চেয়ার ও মঞ্চ ভাঙচুর করে পালিয়ে যায়।
তিনি আরও অভিযোগ করেন—হামলাকারীরা নিষিদ্ধ ছাত্রলী–যুবলীগের ‘সম্রাট বাহিনী’ ও ‘খালাসি বাহিনী’র সদস্য। কয়েকজনকে তিনি আদালত চত্বরে আগেও দেখেছেন। ঘটনাটি তাৎক্ষণিক পুলিশকে জানানোর পরও তারা ঘটনাস্থলে যায়নি।
বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস বলেন, “নির্বাচনী কেন্দ্র কমিটি নিয়ে কিছু গন্ডগোল হয়েছে বলে শুনেছি। এর বেশি কিছু জানি না।”
এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও বেগমগঞ্জ থানার ওসি এম এ বারী ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,