কক্সবাজারের ৯ থানায় একযোগে নতুন ওসির দায়িত্ব গ্রহণ
আলফাজ মামুন নুরী
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে আইনশৃঙ্খলা ব্যবস্থায় নতুন পরিবর্তন এসেছে। জেলায় কর্মরত ৯ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদল করে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় নবনিযুক্ত ওসিরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।
সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) এ.এন.এম. সাজেদুর রহমান।
সভায় এসপি বলেন, “জনগণের সেবা নিশ্চিত করতে সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার বিকল্প নেই। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আরও আন্তরিক ও প্রত্যয়ী হতে হবে।”
নতুন ওসিদের তালিকা
• কক্সবাজার সদর: মোহাম্মদ ছমি উদ্দিন
• টেকনাফ: মোহাম্মদ সাইফুল ইসলাম
• উখিয়া: পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদ
• চকরিয়া: মোহাম্মদ মনির হোসেন
• মহেশখালী: মোহাম্মদ মজিবুর রহমান
• পেকুয়া: মোহাম্মদ খাইরুল আলম
• রামু: মনিরুল ইসলাম ভূঁইয়া
• ঈদগাঁও: এটিএম শিফাতুল মজুমদার
• কুতুবদিয়া: পুলিশ পরিদর্শক মাহবুবুল হক
জেলা পুলিশের গণমাধ্যম মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান, নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তারা আজ সন্ধ্যায় নিজ নিজ থানায় যোগদান করবেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সামীম কবীরসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





