সারাদেশ

প্রাইম ব্যাংকের ৩কোটি টাকার উন্মুক্ত কৃষি ঋণ বিতরণ

আবুহাসান (আকাশ), লালমনিরহাটঃ
কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়াতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রাইম ব্যাংক লিমিটেডের উদ্যোগে উন্মুক্ত কৃষি ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আওতায় ৩৪টি গ্রুপের মোট ২৮৮ জন কৃষকের মাঝে ৩ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করা হয়েছে।
আজ  ৮ডিসেম্বর (সোমবার) উপজেলার ডাকবাংলো মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংক কর্তৃপক্ষ সরাসরি কৃষকদের হাতে ঋণের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে কৃষি উৎপাদন বৃদ্ধি, খামার ব্যবস্থাপনা উন্নয়ন এবং কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রাইম ব্যাংকের কৃষিঋণ সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে কৃষি উৎপাদন বৃদ্ধি, খামার ব্যবস্থাপনা উন্নয়ন এবং কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রাইম ব্যাংকের কৃষিঋণ সহায়তার বিভিন্ন দিক তুলে ধরা হয়। নিয়মিত ঋণ গ্রহণ ও সময়মতো কিস্তি পরিশোধে সাফল্য অর্জন করায় ৫ জন কৃষককে ক্রেস্ট প্রদান করা হয়।
প্রাইম ব্যাংক সূত্রে জানা যায়, সরকার ও বাংলাদেশ ব্যাংকের নীতিমালাকে অনুসরণ করে কৃষি খাতে ঋণ বিতরণ এখন আরও সহজ হয়েছে। কৃষকের দোরগোড়ায় ঋণ পৌঁছে দিতে ব্যাংকটি আবাদ, খামার ও নবান্ন নামে বিশেষ কৃষিঋণ সুবিধা চালু করেছে। পাশাপাশি আমদানি-নির্ভরতা কমাতে আমদানি বিকল্প ফসল উৎপাদনে কম সুদে সহজ শর্তে ঋণ প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ, হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রন্টি পোদ্দার, কৃষি প্রধান শাহানা পারভীন, উত্তর বঙ্গের মহাপরিচালক আব্দুল হালিম, শাখা ব্যবস্থাপক জিয়াউল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,