সারাদেশ

এক মাস ধরে নিখোঁজ প্রতিবন্ধী যুবক ফেরদৌস, বৃদ্ধ মা–বাবার চোখে শুধু জল আর অপেক্ষা

বোরহান উদ্দিন, কালুখালী,রাজবাড়ী:

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালিনগর গ্রামের প্রতিবন্ধী যুবক ফেরদৌস মণ্ডল (৩০) নিখোঁজের এক মাস পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ মিলেনি। ছেলে হারানোর বেদনায় দিন-রাত কাটছে তার বৃদ্ধ মা–বাবার চোখের জল আর অন্তহীন অপেক্ষায়।

ছেলে নিখোঁজ হওয়ার পর থেকেই মা শাহিদা বেগম ভেঙে পড়েছেন। সারারাত জেগে পথ চেয়ে থাকেন। কথার মাঝেই কান্নায় ভেঙে বলেন—

“আমার ফেরদৌস কোথায় আছে, কী খেয়ে থাকে—একটুও জানতে পারছি না। চোখে ঘুম নাই, বুকটা ফেটে যায়।”

বাবা কেসমত আলীর কণ্ঠেও গভীর অসহায়ত্ব—

“ছোট ছেলেটাকে আগেই হারাইছি, এখন এই ছেলেও নাই। বাঁচার শক্তি আর থাকছে না।”

পরিবারটিতে এর আগেও নেমে এসেছিল শোকের ছায়া। ২০১২ সালে বৈদ্যুতিক শকে মারা যায় ফেরদৌসের ৭ বছরের ছোট ভাই আমানত মণ্ডল। সেই শোক সয়ে বাবা–মা বেঁচে ছিলেন একমাত্র ছেলে ফেরদৌসকে ঘিরে। কিন্তু সেই আশাটুকুও আজ অনিশ্চয়তায় হারিয়ে গেছে।

গত মাসে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আর বাড়ি ফেরেননি ফেরদৌস। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা সম্ভাব্য সব জায়গায় খুঁজে দেখেও কোনো খোঁজ পাননি।

স্থানীয় বাসিন্দা মোঃ আবু তালেব বলেন—

“ফেরদৌস খুব শান্ত-শিষ্ট ছেলে। কাউকে কখনো কষ্ট দেয় নাই। আমরা মিলে অনেক জায়গায় খুঁজছি, কিন্তু পাইনি। কেউ খবর দিলে আমরা মিলে পুরস্কৃত করবো।”

গ্রামের মানুষও গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন। সবার একটাই কথা,“যেভাবেই হোক ফিরিয়ে আনতে হবে ফেরদৌসকে। এই মা–বাবার কষ্ট আর দেখা যায় না।”

যদি কেউ ফেরদৌস মণ্ডলের কোনো খোঁজ পান, অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করুন: ০১৭৩০-৯৪৮৩৭৩,  ০১৭৭৮-১৭৯২১৮

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,