ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ছাদ থেকে পরিত্যাক্ত অবস্থায়(১৪) কেজি গাজা উদ্ধার।
কাউছার আহমেদ টিপু, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি।
আজ(৯) ডিসেম্বর মঙ্গলবার দুপুর (১২.৫০) ঘটিকায়
পিএফ পার্টি ও অভিযান পার্টির যৌথ মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালীন সময়
গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের “খ” বগির ছাঁদ থেকে পরিত্যক্ত অবস্থায়/মালিকবিহীন ( ১৪) কেজি কথিত গাঁজা/মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের “খ” বগির ছাঁদ থেকে পরিত্যক্ত অবস্থায়/মালিকবিহীন ( ১৪) কেজি কথিত গাঁজা/মাদকদ্রব্য উদ্ধার করা হয়।





