বিশ্বাসের খোঁজে সীমান্ত পেরিয়ে—জয়পুরহাটে ইসলাম গ্রহণ করলেন নেপালি তরুণী রোজিনা
জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
নেপাল থেকে আসা তরুণী রোজিনা ভালোবাসা ও আত্মিক অনুপ্রেরণার টানে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জন্মসূত্রে হিন্দু সম্প্রদায়ের হলেও দীর্ঘদিন মুসলিম পরিবার ও সমাজের সঙ্গে মিশে ইসলাম সম্পর্কে তাঁর গভীর ধারণা তৈরি হয়। বহু চিন্তা–ভাবনা ও স্বতঃস্ফূর্ত ইচ্ছার পর তিনি ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন।
নিজের আনুষ্ঠানিক ঘোষণায় তিনি জানান, তার নাম রোজিনা, পিতা খাডকা রাজ গিরী, মাতা বিমলা গিরী। তিনি নেপালের সিন্দু জেলার লেপা সিন্দু গ্রামের বাসিন্দা। বর্তমানে জয়পুরহাটের দেবীপুর এলাকায় থাকছেন। বয়স ২০ বছর।
৯ ডিসেম্বর শপথ ও অঙ্গীকারের মাধ্যমে তিনি বলেন, “আমি পূর্ণবয়স্ক, সুস্থ ও স্বাভাবিক। নিজের অন্তর্দৃষ্টি, জ্ঞান ও ইচ্ছার ভিত্তিতে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। মুসলিম পরিবারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ও তাদের নৈতিকতা, সামাজিক আচরণ এবং ধর্মীয় নিয়মাবলী আমাকে অনুপ্রাণিত করেছে। এখন আমি হিন্দু ধর্ম অনুসরণ করি না এবং এর কোনো বিধান মেনে চলি না। স্বেচ্ছায় আমি ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছি।”
ধর্মান্তর গ্রহণের আনুষ্ঠানিকতায় তিনি কালেমা পাঠ করেন এবং ইসলাম গ্রহণের পর পূর্বের নাম “রোজিনা” পরিবর্তন করে নতুন নাম “মোছাঃ রোজিনা ইসলাম” গ্রহণ করেছেন। এখন থেকে এই নামেই পরিচিত হতে চান।
তার ঘোষণা অনুযায়ী, ইসলাম গ্রহণ সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এতে অন্য কারও ওপর কোনো আইনগত, সামাজিক বা নৈতিক দায় নেই। নেপাল থেকে আসা তরুণীর এই আত্মিক শান্তি, বিশ্বাস ও ভালোবাসার টানে ধর্মান্তর স্থানীয়ভাবে ইতোমধ্যেই আলোচনা সৃষ্টি করেছে।




