সারাদেশ

জয়পুরহাটের প্রবীণ হকার দয়ালকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পরিচিত মুখ, প্রবীণ সংবাদপত্র বিক্রেতা সামছুদ্দিন দয়াল (৮০) আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন। দীর্ঘ তিন যুগের বেশি সময় ধরে শহরের মানুষের হাতের কাছে পত্রিকা পৌঁছে দেওয়া এই অক্লান্ত পরিশ্রমী মানুষটি এখন কোমরের হাড় ভেঙে বিছানায় কাতরাচ্ছেন। জরুরি ভিত্তিতে তার অপারেশন ও নিয়মিত চিকিৎসা দরকার, কিন্তু অর্থাভাবে সেই চিকিৎসা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
জয়পুরহাট সদর উপজেলার তেঘর গ্রামের বাসিন্দা দয়াল প্রায় অর্ধশত বছর আগে জীবিকার প্রয়োজনে শহরে আসেন। নিজের কোনো জমি-জায়গা বা বাড়িঘর না থাকায় একমাত্র মেয়ের সংসারে ভাড়া বাসায় থাকতেন। বেঁচে থাকার সংগ্রামেই তিনি শুরু করেছিলেন সংবাদপত্র বিক্রির কাজ। ভোরের বাতাসকে সঙ্গী করে জাতীয় ও স্থানীয় পত্রিকা হাতে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া ছিল তার প্রতিদিনের দায়িত্ব।
কিন্তু দুই মাস আগে বাথরুমে পড়ে তার কোমরের দুটি হাড় ভেঙে যায়। এরপর থেকে তিনি সম্পূর্ণ শয্যাশায়ী। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে প্রতিদিন ৪০০–৫০০ টাকার ওষুধ কিনতে হচ্ছে, যা তার দরিদ্র মেয়ে-জামাইয়ের পক্ষে বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। চিকিৎসকের মতে, জরুরি অপারেশন ছাড়া তার সুস্থ হওয়া সম্ভব নয়, আর সেই অপারেশনে প্রয়োজন অন্তত দুই লক্ষাধিক টাকা যা পরিবারটির সামর্থ্যের বাহিরে।
বর্তমানে প্রায় বিনা চিকিৎসায় মেয়ের বাসায় দিন কাটছে দয়ালের। জীবনের এই সংকটময় মুহূর্তে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন। সামান্য সহযোগিতা পেলেই তিনি অপারেশন করিয়ে সুস্থ হয়ে আবারো নিজের জীবিকার জন্য কাজে ফিরতে চান। তাকে সহযোগীতার জন্য যোগাযোগের মোবাইল নম্বর: ০১৭১২-৫৬৭৩৮০।
আপনার ছোট্ট সাহায্যটিই হয়তো বাঁচিয়ে দিতে পারে একজন সংগ্রামী প্রবীণ মানুষের জীবন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,