সারাদেশ

জয়পুরহাটের ক্ষেতলালে জাল সনদে দলিল লেখক পদে লাইসেন্স গ্রহন,সৈয়দ আলী মর্তুজাকে শোকজ

জাহিদুল ইসলাম (জাহিদ)স্টাফ রিপোর্টার।

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় জাল সনদ ব্যবহার করে দলিল লেখক পদে লাইসেন্স গ্রহণের অভিযোগে সৈয়দ আলী মর্তুজা ওরফে রবিন চৌধুরীকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। সম্প্রতি অভিযোগের প্রাথমিক সত্যতা মিললে জেলা রেজিস্ট্রার কার্যালয় থেকে এই শোকজ নোটিশ জারি করা হয়। এ ঘটনায় রবিন চৌধুরীর অবিলম্বে অপসারণ, লাইসেন্স বাতিল এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কঠোর শাস্তির দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী ও ভুক্তভোগীরা গত ১৮ই আগস্ট মাসে একটি সংবাদ সম্মেলন করেছেন।

অভিযোগকারী মিজান চৌধুরী জানান, বহুদিন ধরেই দলিল লেখক রবিন চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি বলেন “রবিন চৌধুরীর বিরুদ্ধে সি.এস.পি. তহবিল থেকে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে এর আগেও একাধিক প্রশাসনিক তদন্ত হয়েছে। এবার আমার অভিযোগের ভিত্তিতে তদন্তে জাল সনদ ব্যবহারসহ অনিয়মের প্রমাণ পাওয়া গেছে এবং সেই কারণেই তাকে শোকজ করা হয়েছে। আমি চাই এ ধরনের কর্মকাণ্ডের শাস্তি হিসেবে তাকে আজীবন বহিষ্কার করা হোক।

মিজান চৌধুরী দাবি করেন, একজন দলিল লেখকের দায়িত্ব অত্যন্ত সংবেদনশীল। জাল সনদ ব্যবহার করে এই পদের লাইসেন্স গ্রহণ করলে সাধারণ মানুষ প্রতারিত হওয়ার ঝুঁকিতে পড়ে। তাই তিনি স্থায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে জানতে চাইলে জয়পুরহাট জেলা রেজিস্ট্রার আব্দুল বারী বলেন “অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অনিয়ম ও অসঙ্গতির প্রাথমিক প্রমাণ মিলেছে। তাই তাকে শোকজ করা হয়েছে৷

এদিকে, এলাকার সাধারণ মানুষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,