সারাদেশ

জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ১১ ডিসেম্বর ২৫ইং

জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন।
বিশেষ অতিথি’র বক্তব্য দেন জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি এ্যাড. আব্দুল মোমেন ফকির, সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ ফেরদৌস, পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল বাশার, সহকারী শিক্ষক সাজেদুর রহমান, মুনিরুজ্জামান. রানা হোসেন, বেলাল হোসেন, শাহাদাত হোসেন, সাবেক শিক্ষক আতাউর রহমান, বিদায়ী শিক্ষক আখতারুল ইসলাম ও মাহমুদ-উর-রহমান, শিক্ষার্থী তানভির ও সারা মুশফিকা, বিদায়ী শিক্ষকদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন তানিয়া তাবাসুর।
প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায় অনুষ্ঠানে দুই অবসরপ্রাপ্ত শিক্ষককে ঘোড়ার গাড়ীতে সম্মানসূচক বিদায় জানানোর পাশাপাশি ফুলেল শুভেচ্ছা, সম্মানা স্মারক উপহার এবং দোয়ার মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বক্তারা বলেন, দীর্ঘ শিক্ষাজীবনে তারা বিদ্যালয়ের শিক্ষার উন্নয়ন এবং শিক্ষার্থীদের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।

অনুষ্ঠানের শেষে তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদের খতিব মাও: আবুল কালাম আজাদ ।

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী, শিক্ষক ছাড়াও সাবেক শিক্ষকবৃন্দ, সরকারী কর্মকর্তা, অভিভাবক অংশগ্রহন করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,