চিলমারীতে “নবাগত জেলা প্রশাসক মহোদয়” এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে “নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ” এর সাথে উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ই ডিসেম্বর) সকাল ১১টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে ও উপজেলা আইসিটি অফিসার জ্যোতির্ময় দেবনাথ এর সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথির হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। তিনি বলেন, জেলার সকল সমস্যা একসাথে সমাধান করা সম্ভব নয়, সকলকে ধৈর্য ধরে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। এবং দেশের উন্নয়নের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, চিকিৎসা, বাল্য বিবাহ, মাদক, অন-লাইন জুয়াসহ সকল সমস্যা থেকে উত্তরণের জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় আরও বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমির অধ্যাপক নুর আলম মুকুল, চিলমারী উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসাইন, ঢুষমারা থানার অফিসার ইনচার্জ এম, আর সাঈদ, রমনা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আশেক আঁকা, খেলাফত মজলিস উপজেলা সভাপতি সহকারী অধ্যাপক মাওলানা ইয়ার আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি হাফেজ বদরুজ্জামান, দৈনিক ইত্তেফাক পত্রিকার চিলমারী প্রতিনিধ নজরুল ইসলাম সাবু, দৈনিক যুগের আলো পত্রিকার চিলমারী প্রতিনিধি হুমায়ূন কবির, দৈনিক ভোরের ডাক পত্রিকার চিলমারী প্রতিনিধি মনিরুল আলম লিটু, দৈনিক মানবজমিন পত্রিকার চিলমারী প্রতিনিধি সাওরাত হোসেন সোহেল, সাংবাদিক আবু ওবায়দুল হক খাজা, দৈনিক ডেসটিনি পত্রিকার চিলমারী প্রতিনিধি হাবিবুর রহমান, জুলাই যোদ্ধা আব্দুর রহমান পারভেজ, ছাত্র প্রতিনিধি সাব্বির আহমেদসহ আরও অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আলোচনায় বক্তরা সবাই চিলমারীর নানান সমস্যা ও বিভিন্ন ধরনের সম্ভাবনা কথা তুলে ধরেন।





