চিরিরবন্দরে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপ।
এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.
দিনাজপুর চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ পালিত হয়েছে।
বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে।
এ ঘোষণাপত্র গ্রহণের দিন হিসেবে প্রতিবছর ১০ ডিসেম্বর বিশ্বব্যাপী মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় যে জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে। প্রত্যেক ব্যক্তির অধিকার ও রাষ্ট্রের দায়-দায়িত্বের বিষয়টি সুনির্দিষ্টভাবে ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “মানবাধিকার সবার, রক্ষা করব আমরা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের সঙ্গে তালমিলিয়ে উপজেলার বাংলাবাজার জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি, মানববন্ধন ও নাটক প্রদর্শনীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত নাটকটি উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।
র্যালি ও মানববন্ধনে শিক্ষার্থীরা মানবাধিকার রক্ষায় সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে মানবাধিকার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা, শিক্ষার্থীদের বক্তব্য ও সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক,শিক্ষার্থী ও জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন-এর দায়িত্বশীল সদস্যরা উপস্থিত ছিলেন।




