সারাদেশ

চিলমারীতে যথাযোগ্য মর্যাদায় “মহান বিজয় দিবস” পালিত 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় কুড়িগ্রামের “চিলমারীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস” পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে বিজয় দিবসের সূচনা ঘটে। এ সময়ে চিলমারী উপজেলা চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, উপজেলা প্রকৌশলী জুফিকার আলী জুয়েল, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, চিলমারী নৌ-বন্দর পুলিশ ফাড়ির ইনচার্জ, আনসার ভিডিপি অফিসার, মহিলা বিষয়ক দপ্তর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিলমারী শাখার পক্ষে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন, উপজেলা বিএনপির আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, সাবেক সাধারন সম্পাদক সাহেব আলী, সহঃ অধ্যাপক ফজলুল হক, যুগ্ম আহব্বায়ক সাদাকাত হোসেন সাজু, সদস্য সচিব আবু হানিফা, যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়া, মহিলা দলনেত্রী জান্নাতি ফেরদৌস চায়না, রোজি, মৎসজীবিদলের সভাপতি আমজাদ হোসেন প্রমূখ। এছাড়াও শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন, চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া, চ্যানেল ৬৯ টিভির চেয়ারম্যান আলমগীর হোসেন, প্রেসক্লাব চিলমারী সভাপতি হুমায়ুন কবির, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি আনেয়ারুল ইসলাম জুয়েল, চিলমারী সাংবাদিক ফোরাম সভাপতি সাওরাত হোসেন সোহেল, উপজেলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব, পল্লী বিদ্যূৎ অফিস, চিলমারী সরকারী ডিগ্রী কলেজ, গোলাম হাবিব মহিলা কলেজ, চিলমারী মহিলা কলেজ, থানাহাট এ, ইউ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, থানাহাট পাইলট বালিকা বিদ্যালয়, বিএম কলেজ ও অন্যান্য সংগঠন সমূহ। পরে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন শেষে, শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। এবং চিলমারী মুক্তিযোদ্ধা সংসদ ভবনে পতাকা উত্তেলন করেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, চিলমারী মুক্তিযোদ্ধা সংসদের আহব্বায়ক বীরমুক্তি যোদ্ধা আব্দুর রহিম প্রমূখ। এসময় অনেক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্দা পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন। সকাল ৮টায় থানাহাট এ, ইউ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিজয় দিবসের মাঠে পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার ও চিলমারী মডেল থানার  ইনচার্জ।  বিজয়ের উচ্ছাস প্রকাশে রঙ্গিন বেলুন ও দেশের শান্তি বজায় রাখতে, এক জোড়া সাদা কবুতর আকাশে উড়িয়ে দেওয়া হয়েছে। বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। পরে মাঠে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পক্ষ থেকে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও থানাহাট ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীগন মাঠে তাদের ডিসপ্লে প্রদর্শন করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীরমুক্তি যোদ্ধাদের ফুল দিয়ে মহান বিজয়ের শুভেচ্ছা জানান, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। প্রথম পর্বের অনুষ্ঠান শেষ করে উপস্থিত প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজন বিজয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন সংগঠনের স্টল পরিদর্শন করেন। এছাড়া দিনব্যাপী বিজয়মেলা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য, জাতির জন্য শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ ও মন্দিরে মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে হাসপাতাল, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,