সারাদেশ

পেশা নয়, নেশা-পুরো সিরাজগঞ্জ জুড়েই সবুজের স্বপ্ন বুনে চলেছেন গাছপ্রেমী শহিদুল ইসলাম

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
চারপাশ যখন কংক্রিট আর ধুলাবালিতে ঢেকে যাচ্ছে, ঠিক তখনই নিঃশব্দে সবুজের স্বপ্ন বুনে চলেছেন গাছপ্রেমী মোঃ শহিদুল ইসলাম। পুরো সিরাজগঞ্জ জুড়েই আজ ছড়িয়ে আছে তার হাতে রোপিত গাছের ছায়া-যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাচ্ছে নির্মল বাতাস আর নিরাপদ পরিবেশের আশ্বাস।
কোবদাস পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিকাল ৪টায় অনুষ্ঠিত এক ব্যতিক্রমী আয়োজনে অত্র এলাকার বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে বিনামূল্যে গাছ বিতরণ করেন তিনি। ছোট্ট এই আয়োজন যেন রূপ নেয় এক বড় বার্তার প্রতীক হয়ে-“গাছ বাঁচলে, মানুষ বাঁচবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার পিতা মোঃ আব্দুল হাকিম সরকার, প্রফেসর আমিনুল ইসলাম, প্রবীণ মুরুব্বী মোঃ আব্দুস সালাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হামিদ, ব্র্যাক আমলাপাড়া শাখা ব্যবস্থাপক মোঃ সেলিম রেজা এবং প্রোগ্রাম অর্গানাইজার শ্রাপতি রানী রায়সহ এলাকার বিশিষ্টজনেরা।
স্থানীয়রা জানান, শহিদুল ইসলাম কোনো সংগঠনের ব্যানার ছাড়াই, একান্ত নিজের উদ্যোগে বছরের পর বছর ধরে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামে গ্রামে গাছ রোপণ ও বিতরণ করে আসছেন। এখন পর্যন্ত তিনি ৪ হাজারেরও বেশি তালবীজ রোপণ করেছেন এবং প্রায় ৮ হাজার গাছ বিনামূল্যে বিভিন্ন স্থানে রোপণ ও বিতরণ করেছেন-যার বেশিরভাগই স্কুল, মসজিদ, রাস্তার ধারে ও খাসজমিতে।
পেশায় একজন সুতার মিলের নিম্নপদস্থ কর্মচারী শহিদুল ইসলাম তিন ছেলে নিয়ে গঠিত পরিবারে সীমিত আয়ের মাঝেও কখনো থেমে থাকেননি। অনেক সময় নিজের প্রয়োজন বাদ দিয়ে গাছের চারা সংগ্রহ করেছেন। তার কাছে গাছ লাগানো কোনো কাজ নয়-এটা ভালোবাসা, দায়িত্ব আর জীবনের অংশ।
শহিদুল ইসলাম বলেন, আমি চাই না আমার নাম বড় হোক, আমি চাই আমার লাগানো গাছগুলো বড় হোক। গাছ বাঁচলেই মানুষ বাঁচবে-এই বিশ্বাস থেকেই কাজ করে যাচ্ছি।
এলাকাবাসী মনে করেন, শহিদুল ইসলামের এই নিরলস প্রচেষ্টা শুধু পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছে না, বরং তরুণ সমাজকে প্রকৃতি রক্ষায় উদ্বুদ্ধ করছে। সরকারি কিংবা বেসরকারি সহযোগিতা পেলে তার এই উদ্যোগ আরও বিস্তৃত হয়ে পুরো সিরাজগঞ্জকে সবুজের মডেল জেলায় রূপ দিতে পারে-এমন প্রত্যাশাও স্থানীয়দের।
নিঃস্বার্থ ভালোবাসা আর নিরব সাধনায় গড়ে ওঠা এই সবুজ আন্দোলনের নায়ক শহিদুল ইসলাম আজ শুধু একজন গাছপ্রেমী নন-তিনি পরিবেশ সচেতনতার এক জীবন্ত অনুপ্রেরণা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,