সারাদেশ

খাগড়াছড়ি মানিকছড়ি শোকস্তব্ধ: প্রিয় নেতা মো. মোশারফ হোসেনের চিরবিদায়

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মোহাম্মদ রানা:

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ১নং মানিকছড়ি সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোশারফ হোসেন আর নেই। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে তিনি চট্টগ্রামের সাজিনাজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
শারীরিক অসুস্থতার কারণে তিনি ১৫ ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। স্থানীয় রাজনীতি এবং সমাজসেবায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
মোশারফ হোসেন গচ্ছাবিল ওয়ার্ড থেকে তিনবার নির্বাচিত হয়ে ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ গণঅভ্যুত্থানের পর প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি মানিকছড়ি সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন।
স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতারা তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন। সবাই তার মানবিক ও সেবামূলক কাজকে মনে রাখবেন বলে জানিয়েছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,