সারাদেশ

নাগরপুরে পানিতে ডুবে ১২ বছরের এক কিশোরীর মৃত্যু 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের ধলেশ্বরী নদীতে বান্ধবীদের সাথে গোসল করে নেমে পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যুবরণ করেছে।
কিশোরীটি উপজেলার মোকনা ইউনিয়নের বেটুয়াজানি গ্রামের সুরুজ মিয়ার মেয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তোয়া (১২)।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ৩ বান্ধবী আজ শনিবার দুপুর আনুমানিক ১টার সময়, ধলেশ্বরী নদীর উপর নির্মিত কেদারপুর সেতুর পশ্চিম দক্ষিণ পাশে নদীর পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে, ডুবুরি দল দুপুর ৩ টার এসে আনুমানিক বিকেল ৪ টার তোয়া’র মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
এই ঘটনায়, গ্রামে শোকের ছায়া নেমে আসে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,