খাগড়াছড়ি-২৯৮: ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা কাউছার আজিজীর নির্বাচনী যাত্রা শুরু
মোঃ রানা মিয়া, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইনের নেতৃত্বে খাগড়াছড়ি-২৯৮ নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কাউছার আজিজী আজ, বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১১:৩০ ঘটিকায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এই মুহূর্তটি দলের নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
মনোনয়ন ফরম গ্রহণের সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুল জব্বার হাজী, সমন্বয়ক আল আমিন মুজাহিদী, এবং সহযোগী সংগঠনসহ জেলা ও উপজেলা শাখার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাওলানা কাউছার আজিজী ফরম গ্রহণের পর বলেন, “দেশ ও এলাকার উন্নয়নের পাশাপাশি মানুষের পাশে থেকে কাজ করা আমাদের প্রধান লক্ষ্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা একসাথে দেশের কল্যাণে কাজ করব।”
এ সময় দলের নেতাকর্মীরা উপস্থিত থেকে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নির্বাচনী যাত্রার এই শুরুই দিকনির্দেশ হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।




