সারাদেশ

লক্ষীছড়িতে প্রবাসী কল্যাণ সংস্থা ও প্রশাসনের সৌজন্য সাক্ষাৎ: নতুন উদ্যোগের প্রতিশ্রুতি

মোঃ রানা মিয়া, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

লক্ষীছড়ি উপজেলায় প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিনিধি দলের সঙ্গে উপজেলা প্রশাসনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাউসার হামিদ এবং প্রভারি কর্মকর্তা (Officer-in-Charge/ওসি) সাইফুল ইসলাম, যারা স্থানীয় প্রশাসনের মূল দায়িত্বে রয়েছেন।
প্রবাসী পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সহ সভাপতি ইকবাল হোসেন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রবিউল ইসলাম গাজী, এবং কোষাধ্যক্ষ মোস্তফা মোল্লা। এছাড়াও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোবারক হোসেন অনুষ্ঠানে ছিলেন।
সাক্ষাৎকালে দুই পক্ষ আলোচনার মাধ্যমে স্থানীয় জনগণ ও প্রবাসীদের কল্যাণমূলক কার্যক্রম আরও কার্যকর করার উপায় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে প্রবাসী শ্রমিকদের অধিকার, সামাজিক সুরক্ষা এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা বৃদ্ধির গুরুত্বের উপর গুরুত্বারোপ করা হয়।
উপস্থিতরা একমত হন যে, প্রবাসী কল্যাণ ও স্থানীয় উন্নয়ন কার্যক্রমে প্রশাসন এবং প্রবাসী সংগঠনের সমন্বয় অপরিহার্য। তারা ভবিষ্যতে যৌথ উদ্যোগকে আরও শক্তিশালী করার এবং প্রবাসী ও স্থানীয় জনগণের কল্যাণে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,