দেবীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাতা, সাবেক সেনা প্রধান বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গনতন্ত্র পুনরুদ্ধারে অবিসংবাদিত নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠন এ দোয়া মাহফিলের আয়োজন করে।
কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে কেন্দ্রীয় বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এর গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ২ (বোদা -দেবীগঞ্জ) আসনের বিএনপি মনোনীত দলীয় এমপি প্রার্থী
ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী, চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ , ডাঃ নজরুল ইসলাম, দন্ডপাল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাপ আজম গোলাপ, সিনিয়র সহ সভাপতি আফাজ উদ্দিন, সহ সভাপতি গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম, সহ সভাপতি ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, যুবদলের সভাপতি তারেক আজিজ, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম, ছাত্রদলের সভাপতি মোমিনুল ইসলাম মমিনসহ ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল ওলামা দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাধারন ভোটাররা অংশ নেন।




