সারাদেশ

লক্ষ্মীছড়ি জোন কাপ বালিকা সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর যাত্রা শুরু

মোঃ রানা মিয়া, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খেলার মাঠে মুখরিত হয়েছে আনন্দ আর সম্প্রীতির আবহ। সাহস, আত্মবিশ্বাস ও স্বপ্নকে সঙ্গী করে দৌড়েছে বালিকা ফুটবলারদের পা। এমন প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে লক্ষ্মীছড়িতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে লক্ষ্মীছড়ি জোন কাপ বালিকা সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬।
শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, বিকাল ৩টায় লক্ষ্মীছড়ির দুল্যাতলী আর্মি ক্যাম্প মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় লক্ষ্মীছড়ি উপজেলার বিভিন্ন এলাকার বালিকা ফুটবল দলের অংশগ্রহণে মাঠজুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও উৎসবের আমেজ।
ম্যাচের পুরো সময়জুড়ে খেলোয়াড়দের দক্ষতা, পারস্পরিক বোঝাপড়া এবং শৃঙ্খলাপূর্ণ খেলাধুলা দর্শকদের দৃষ্টি কাড়ে। প্রতিটি আক্রমণ ও রক্ষণে স্পষ্ট হয়ে ওঠে বালিকা ফুটবলারদের আত্মবিশ্বাস এবং জয়ের দৃঢ় মানসিকতা।
আয়োজক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই টুর্নামেন্ট কেবল একটি প্রতিযোগিতা নয়; এটি বালিকা ফুটবলারদের প্রতিভা বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং ইতিবাচক ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
উদ্বোধনী ম্যাচের মাধ্যমে যাত্রা শুরু করা এই টুর্নামেন্টে আগামী দিনগুলোতে আরও উত্তেজনাপূর্ণ ও উপভোগ্য খেলা দেখার প্রত্যাশা করছেন ক্রীড়াপ্রেমীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,