১৫ বিজিবির বিশেষ অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লেসহ আটক-১
আবুহাসান (আকাশ), লালমনিরহাট:
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লেসহ সোহাগ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
গতকাল ৪ জানুয়ারি (রবিবার) সন্ধ্যা ৭টায় কুলাঘাট চেকপোস্টে একটি সন্দেহভাজন ইজিবাইক তল্লাশি চালায় বিজিবি। তল্লাশিকালে গাড়ির ভেতর থেকে ১০৪৮টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। অবৈধ পণ্য বহনের দায়ে ইজিবাইকে থাকা সোহাগ (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ১০৪৮টি মোবাইল ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ২২ লক্ষ ৮০০ টাকা। আটককৃত সোহাগ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার লুৎফর রহমানের ছেলে।
এই ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করে মালামালসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এই চোরাচালান চক্রের সাথে জড়িত অন্যান্যদের তথ্য সংগ্রহ ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম বলেন, “পণ্য চোরাচালান জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। এর ফলে দেশীয় বাজারে ভারসাম্য নষ্ট হয় এবং সরকার ন্যায্য রাজস্ব থেকে বঞ্চিত হয়। সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে এবং আমাদের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”




