নিরাপদ খাদ্য পৌঁছে দেয়ার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু হয়েছে রিজিক সুপারশপ
আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:
ঢাকার সাভারে ন্যায্য মূল্যে ভোক্তার কাছে নিরাপদ খাদ্য দ্রব্য পৌঁছে দেয়ার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু হয়েছে রিজিক সুপার শপের। শুক্রবার দুপুরে সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় এই সুপার শপের উদ্বোধন করা হয়।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেম মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, যমযম নুর সিটির কর্নধার হাফেজ মাওলানা নূর মোহাম্মদ ও সিনিয়র সাংবাদিক নুর আলম সিদ্দিকী মানু প্রমুখ।
এসময় তরুন উদ্যোক্তা ও রিজিক সুপার শপের কর্নধার মুফতি মাহদি বিন শাহজাহান বলেন, তাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষকে ন্যায্য মুল্যে অর্গানিক পণ্যটি ভোক্তার কাছে পৌঁছে দেওয়া। এই জন্য এই সুপার শপে বাছাইকৃত অথেন্টিক ও অর্গানিক পন্য সংগ্রহ করে তা নির্ধারিত মুল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দিবেন। দিনে রাতে প্রায় ১৮ ঘন্টা খোলা থাকবে এই শপ এবং বিনামূল্যে তা হোম ডেলিভারি করা হবে।
অনুষ্ঠানের অতিথি মাওলানা নুর মোহাম্মদ বলেন, ভেজালে ভেজালে সয়লাব দেশের বাজার গুলো। হরেক রকমের ক্ষতিকারক কীটনাশক ও রাসায়নিক মিশ্রিত পণ্যের কারনে ভোক্তারা মারাত্নক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে বসবাস করছে। উপায়ন্তর না থাকার কারনে ভোক্তারা নিরবে টাকা দিয়ে বিষ কিনে খাচ্ছেন। ফলে দিন দিন মানুষের স্বাস্থ্য নিরাপত্তার ঝুকি বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থা থেকে দেশের মানুষকে রক্ষা করতে সচেতনতার কোন বিকল্প নেই। তারই অংশ হিসেবে বলিয়ারপুর এলাকায় সর্বপ্রথম রিজিক সুপার শপের যাত্রা শুরু হল। পর্যায়ক্রমে এই বাজারের সুফল সারা সাভারে ছড়িয়ে দেওয়া পরবে।




