সারাদেশ

কালুখালীর কালিকাপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বোরহান উদ্দিন, কালুখালী (রাজবাড়ী):

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন কালুখালী ও ইঞ্জিনিয়ার আতিকুল ইসলামের উদ্যোগে কালিকাপুর ইউনিয়নের ঝাউগ্রাম এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বিএনপি নেতা মোতাহার হোসেন সরদারের নিজ বাড়িতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তাঁর মৃত্যুতে দেশ এক মহান অভিভাবককে হারিয়েছে।”
আলোচনা সভা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং জিয়া পরিবারের দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোতাহার হোসেন সরদার, জিয়া পরিষদ কালুখালী উপজেলা সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সরদার শরিফুল ইসলাম সরদার, কালিকাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জু, জেলা ছাত্রদলের সদস্য শেখ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নজরুল বিশ্বাস, ছাত্রনেতা তানভীর ও ইসারত, কালিকাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মজিদসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, দেশনেত্রীর আদর্শকে ধারণ করে মানবিক দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,