সারাদেশ

বেনাপোলে র‌্যাব-৬ এর অভিযানে ২টি বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

জাকির হোসেন, বেনাপোল(শার্শা):
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় র‌্যাবের অভিযানে দুইটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিনসহ সাকিব হাসান (২১) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) ভোর ৫টা ১৫ মিনিটে র‌্যাব-৬ খুলনার লবনচরা স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
আটক সাকিব হাসান বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আসলাম আলীর ছেলে।
র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাকিবের বসতঘরের শয়নকক্ষ তল্লাশি করা হয়।
এ সময় খাটের তোষকের নিচ থেকে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পিস্তলের একটি তে “মেড ইন জাপান এবং অপরটিতে “মেড ইন ইউএসএ” লেখা রয়েছে।
র‌্যাব-৬, খুলনা লবনচরা স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর নাজমুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাকিব হাসান অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সে আর্মস অ্যাক্ট, ১৮৭৮ এর ১৯(ক)/১৯(চ) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,