মরার প্রস্তুতি নিয়ে ভোট কেন্দ্রে যাবেন-ডিসি জাহাঙ্গীর আলম
সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ আগামী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে, কেন্দ্রে ভোট গ্রহণে দ্বায়িত্ব থাকবে সম্ভব্য এমন কর্মকর্তাদের কঠোর বার্ত দিলেন, মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এবার যারা জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের জন্য কেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন। আগের নিবার্চন মতো আর দেশটাকে ধ্বংস করা যাবে না। যারা ভয় পান, তারা আগেই জানিয়ে দিবেন, আমরা তাদেরকে নির্বাচনের দায়িত্ব দেব না। কোনও অবস্থাতেই আগের মতো নির্বাচন হতে দেব না। মানুষ তার নিজের ভোট তার পছন্দের প্রার্থীকে দেবে। আমাদের কাছে সকল প্রার্থীরা সমান অধিকার পাবে।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তন হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সদর উপজেলার সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার এহতেশামুল হক, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফিন আহমেদ, র্যাব-৮ মাদারীপুরের কোম্পানি কমান্ডার মনির হোসেন, আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম নির্বাচনের সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের উদ্দেশ্যে বলন, মাদারীপুর জেলা প্রশাসন আপনাদের পাশে আছে। কোনও ভোট কেন্দ্র যাওয়ার পরে যদি ঝুঁকিপূর্ণ মনে হয়, সেটা সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। সে অনুযায়ী আমাদের পদক্ষেপ নেয়া হবে। আমাদের কমিটমেন্ট হচ্ছে, সকলের সহযোগিতায় আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সাধারণ মানুষের কাছে উপহার দিতে চাই।




